প্রকাশিত: Tue, Dec 19, 2023 8:05 PM আপডেট: Tue, Jul 1, 2025 8:51 AM
[১] চট্টগ্রামে নিরুত্তাপ হরতালে গণপরিবহন চলাচল ছিল স্বাভাবিক, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস
অনুজ
দেব, চট্টগ্রাম : [২] চট্টগ্রাম নগরে
মঙ্গলবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। হরতালে নগরজুড়ে অটোরিকশা, টেম্পো, বাসসহ ছোট-বড় যানবাহনের চলাচল
ছিল স্বাভাবিক। সকালের দিকে ব্যক্তিগত গাড়ির উপস্থিতি কিছুটা কম থাকলেও দুপুরের
পর তা বাড়তে শুরু
করে। বিভিন্ন উপজেলার উদ্দেশে যানবাহন ছেড়েছে। এছাড়া পুলিশি নিরাপত্তার মধ্যে পণ্যবোঝাই ট্রাক, কাভার্ডভ্যানও চলাচল করতে দেখা গেছে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটসহ আন্তজেলায় চলাচলকারী দূরপাল্লার বাস ছাড়েনি। দামপাড়াসহ বেশিরভাগ কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি বন্ধ ছিল। ফলে কাউন্টারে এসে হতাশ হয়ে ফিরে গেছেন বিভিন্ন জেলার যাত্রীরা। সন্ধ্যার পর দূরপাল্লার বাস
চলাচল শুরু হওয়ার আশায় অনেক যাত্রী অপেক্ষায়ও ছিলেন।
নগরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে।
[৩] সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মোহাম্মদ মুছা জানান, হরতালে বিভিন্ন উপজেলায় বাস চলাচলে তেমন সমস্যা হয়নি। তবে যাত্রী কম থাকায় দূরপাল্লার বাস চলেনি।
[৪] এদিকে, হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করার দাবি করেছেন বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মঙ্গলবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের হয়।